বিশ্বজমিন

এনডিএর বিজয়ের খবরে ভারতে শেয়ার বাজারে রেকর্ড

মানবজমিন ডেস্ক

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

প্রাথমিক গণনায় যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ভারতের শেয়ারবাজারও যেন একই গতিতে সামনে এগুচ্ছে। রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে সেনসেক্স ও নিফটি। এ খবর দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলছে, সকালেই বিএসই সেনসেক্স পৌঁছে গেছে প্রায় ৮০০ পয়েন্টে। আর এনএসই নিফটি চলে গেছে ২০০ পয়েন্টের ওপরে। বৃহস্পতিবার শুরুতে রেকর্ড দামের উত্থান ঘটেছে এই শেয়ার বাজারে।  বাজারের এই চাঙ্গার সঙ্গে তাল মিলিয়েছে ভারতীয় মুদ্রা রুপিও। ওপেনিং বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রুপির দাম বেড়েছে ২৬ পয়সা। এক ডলার কিনতে ভারতীয়দের দিতে হচ্ছে ৬৯ রুপি ৪০ পয়সা।
৩০টি শেয়ারের সূচক বৃদ্ধি পেয়েছে শতকরা ২ ভাগের বেশি। এতে সূচক দাঁড়িয়েছে ৩৯,৯০১.৫৯। একইভাবে এসএসই নিফটিতেও সূচক শতকরা ২ ভাগের বেশি বৃদ্ধি পেয়ে রেকর্ড ১১,৯৬৮.৯৫ স্পর্শ করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status