দেশ বিদেশ

সিলেটের ৫ গুণীজনকে রত্ন ফাউন্ডেশনের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ১০:০৬ পূর্বাহ্ন

বৃহত্তর সিলেটের পাঁচ জীবন্ত কিংবদন্তি গুণীজনকে সংবর্ধনা দিয়েছে রত্ন ফাউন্ডেশন। গুলশান ক্লাবে গতকাল সন্ধ্যায় ওই সংবর্ধনা হয়। সংবর্ধিতরা হলেন- সাবেক অর্থমন্ত্রী খ্যাতিমান লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিত, নন্দিত অর্থনীতিবিদ পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, খ্যাতিমান চিকিৎসক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অব. ডা. আবদুল মালিক, বার্ন বা পোড়া রোগের চিকিৎসার পথিকৃৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এবং বীমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরী। আয়োজক রত্ন ফাউন্ডেশনের সভাপতি ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ব ওই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী  মো. শাহাব উদ্দিন এমপি। সংবর্ধনা প্রস্তুতি কমিটির সদস্য সচিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)-এর  স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, গণফোরামের সাধারণ সম্পাদক খ্যাতিমান অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, সাবেক স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, সংগঠনের সাবেক চেয়ারম্যান ও সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক সি এম তোফায়েল সামী, প্রস্তুতি কমিটির সমন্বয়কারী সাবরিনা সামাদ, সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহসান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব টি এইচ এম জাহাঙ্গীর প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status