খেলা

শেষটায়ও মেসিতে রক্ষা বার্সারপিচিচি ট্রফি

স্পোর্টস ডেস্ক

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৯:৫৮ পূর্বাহ্ন

আসরের শেষটায় হারের হতাশায় ডুবতে পারতো বার্সেলোনা। তবে আবারো মেসিতে রক্ষা বার্সার। বল পায়ে আরো একবার জাদু দেখালেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল  মেসি। বল পায়ে দুই মিনিটে দুই গোল আদায় করলেন বার্সা অধিনায়ক। আর ড্রতে মান বাঁচলো টানা দুইবারের চ্যাম্পিয়নদের। রোববার স্প্যানিশ লা লিগার শেষ রাউন্ডে এইবারের সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে বার্সেলোনা। নিজেদের মাঠে ম্যাচের ২০তম মিনিটে গোল নিয়ে এগিয়ে যায় এইবার। দারুণ ক্ষিপ্রতায় ৩১ ও ৩২তম মিনিটে জোড়া গোল আদায় করেন মেসি। তবে বিরতির আগমুহূর্তে সমতায় ফেরে এইবার। পুরো ম্যাচে বার্সাকে তোপের মুখেই রেখেছিল এই বার। ম্যাচে বার্সেলোনার ৮ শটের বিপরীতে প্রতিপক্ষের গোলবারে এইবার তারকারা নেন ১৮টি শট। যার আটটি ছিল অনটার্গেটে। এবারের লা লিগায় ৩৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পিচিচি অ্যাওয়ার্ড কুড়ান লিওনেল মেসি। এই নিয়ে মোট ছ’বার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন এই ফুটবল জাদুকর। এতে স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড তেলমো জারার ৬৬ বছরের পুরনো রেকর্ডটিতে ভাগ বসালেন লিওনেল মেসি। ১৯৪৪-৪৫ থেকে ১৯৫২-৫৩ মৌসুমে মোট ছ’বার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন জারা। এবারের লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা। সতীর্থদের দিয়েও করিয়েছেন সর্বোচ্চ ১৩ গোল। আসরে ১৩ অ্যাসিস্টের কৃতিত্ব দেখিয়েছেন আর কেবল সেভিয়ার স্প্যানিয়ার্ড মিডফিল্ডার পাবলো সারাবিয়া। এবারের পিচিচি ট্রফির দৌড়ে মেসির চেয়ে ১৫ গোল পিছিয়ে দ্বিতীয় স্থানে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। ইউরোপিয়ান গোল্ডেন স্যু’র দৌড়ে আরো এগিয়ে গেলেন মেসি। মেসির চেয়ে চার গোল কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার গোল সংখ্যা ৩২। লীগ ওয়ানে পিএসজির এক ম্যাচ বাকি রয়েছে । এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫০ গোল পেলেন মেসি। সংখ্যাটাকে আরো বাড়ানোর সুযোগ আছে মেসির সামনে। আগামী ২৫শে মে কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। আর কোপা দেল রের শিরোপা জিততে পারলে ‘ঘরোয়া ডাবল’ নিয়ে মৌসুম শেষ করবে কাতালানরা। তিন ম্যাচ বাকি রেখেই এবারের লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।


তেলমো জারা  (স্পেন)    ৬ বার
লিওনেল মেসি (আর্জেন্টিনা)    ৬ বার
আলফ্রেডো ডি স্টেফানো (আর্জেন্টিনা)    ৫ বার
এনরিক গঞ্জালেজ  (স্পেন)    ৫ বার
হুগো সানচেজ (মেক্সিকো)    ৫ বার

লা লিগার সর্বোচ্চ গোল
খেলোয়াড়    গোল
লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)    ৩৬
লুইস সুয়ারেজ (বার্সেলোনা, উরুগুয়ে)    ২১
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)    ২১
ইয়াগো আসপাস (সেল্টা ভিগো, স্পেন)    ২০
ক্রিস্টিয়ান স্টুয়ানি (জিরোনা, উরুগুয়ে)    ১৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status