অনলাইন

কৃষককে কাঠা প্রতি ১৫০০ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি

স্টাফ রিপোর্টার

২০ মে ২০১৯, সোমবার, ৯:০৯ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্থ কৃষকদের কাঠা প্রতি ১৫০০ টাকা ক্ষতিপূরোণ দেয়ার দাবি জানিয়েছে ইসলামী কৃষক-মজুর আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন বলেন, ধান নিয়ে কৃষকের বর্তমান সংকট একটি জাতীয় বিপর্যয়। এর থেকে দ্রুত উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ ঘোষণা করতে হবে। অন্যথায় দেশে বড় ধরনের বিপর্যয় ঘটার আশংকা রয়েছে। তিনি বলেন, সংকটাপন্ন কৃষককে আরো ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষায় বর্তমান পরিস্থিতিকে কৃষকের জন্য দুর্যোগ ঘোষণা করা হোক। একই সঙ্গে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা করে কাঠা প্রতি ১৫শত টাকা ভর্তূকি প্রদান করার জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি বলেন, সরকার কৃষকদের সমস্যা সমাধানে ব্যবস্থা না নিলে দেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবী আদায়ে মাঠে নামতে বাধ্য হলে তাদের সঙ্গে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে। এসময় তিনি কৃষকের ক্ষতিপূরনে ব্যবস্থা না নিলে দেশব্যাপী আন্দোলনেরও হুশিয়ারী দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status