অনলাইন

চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হলেন তরফদার মো.রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

২০ মে ২০১৯, সোমবার, ৫:০৩ পূর্বাহ্ন

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)-ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত চরিত্র তিনি। তার মালিকানাধীন সাইফ পাওয়ার-টেক এই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে তরফদার মো. রুহুল আমিন মানবজমিনকে বলেন, চট্রগ্রাম চেম্বারে এবার প্রবীণ ও নবীনের সমন্বয় রয়েছে। আমি মনে করি চট্রগ্রামসহ সারা দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে চট্রগ্রাম চেম্বার বড় ধরণের ভূমিকা রাখতে পারে। তিনি বলেন,দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। শতবর্ষী বাণিজ্য সংগঠন হিসেবে চিটাগাং চেম্বার বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি,পথ প্রদর্শক। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর, যা দিয়ে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ পরিচালিত হয়। তরফদার মো, রুহুল আমিন বলেন,ঐতিহ্যবাহী এ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি এ জনপদে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে এবং সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো। একইসঙ্গে সারা দেশে অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করবো। প্রসঙ্গত তরফদার মো. রুহুল আমিন দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা বাণিজ্যে অবদান রেখে চলেছেন। বিশেষ করে চট্রগ্রাম বন্দরকে আধুনিকায়নের নেপথ্যে তার অনবদ্য ভূমিকা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status