অনলাইন

নায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে ডিসিকে মাশরাফির নির্দেশ

অনলাইন ডেস্ক

২০ মে ২০১৯, সোমবার, ১:১৮ পূর্বাহ্ন

ধানের নায্যমূল্য নিশ্চিত করতে ডিসিকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে দেশে ফিরেছেন। আগামী বুধবার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।

দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকদের ধানের কম মূল্যের কথা। তাদের দুঃখ-দুর্দশার কথা জানতে পেরে রোববার রাতে ফোন দেন নড়াইল জেলা প্রশাসককে।  এ সময় তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দেন ডিসিকে।

এর আগে গত শনিবার দেশে ফিরে রাতেই জানতে পারেন নিজ এলাকার কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এত কম দামে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে যে, তাদের উৎপাদন খরচও উঠছে না। যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাটবাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়। বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন।

কৃষকদের বাঁচাতে উদ্যোগ নিতে বলেন। সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাশরাফি বলেন, কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে, এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status