বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বাংলারজমিন ডেস্ক

২০ মে ২০১৯, সোমবার, ৯:৫৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে আমতলীতে ৩, সোনারগাঁওয়ে ২, সাভারে ১, মাধবপুরে ১ ও রূপগঞ্জে ১ জন রয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার ও অহিদুর ইসলাম নামে দুই শ্রমিক নিহত হয়েছে। গতকাল সকালে মেঘনা শিল্প এলাকা ও জামপুর ইউনিয়নের মদনপুর-আড়াইহাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক মামলা হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকার অবস্থিত এম আর স্পিনিং মিলের শ্রমিক তানিয়া আক্তার গতকাল সকালে মিলে প্রবেশ পথে মদনপুর-আড়াইহাজার রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হন। নিহত তানিয়া উপজেলার বারদী ইউনিয়নের লক্ষীবরদী গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে। অপরদিকে, মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা পাম্ব এন্ড পেপার মিলের ভেতর পণ্য লোড আনলোড করার সময় পণ্য বোঝাই গাড়ির ধাক্কায় অহিদুল ইসলাম নামের আরো এক শ্রমিক নিহত হয়েছে।  
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী ফেরিঘাটে গ্যাঙ্গওয়ে দিয়ে ফেরিতে পিকআপ ওঠার সময় পিছন দিক থেকে ইটবোঝাই টমটমের ধাক্কায় পল্টুনে থাকা ছত্তার দফাদার (৬৫) এবং চাওড়া পাতাকাটা চৌরাস্তায় টমটম থেকে ছিটকে পড়ে বিশ্বজিৎ নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাতে। অপরদিকে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের  সোহেল হাওলাদারের পাঁচ বছরের শিশু পুত্র সিয়াম বাদামবোঝাই টমটমের চাপায় নিহত হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল সকালে দফাদার ব্রিজ এলাকায়।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার চাপায় সেলিম খান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ব্রাহ্মণখালী এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
স্টাফ  রিপোর্টার, সাভার থেকে: সাভারে বাস চাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরী গেইটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status