অনলাইন

বগুড়ায় নৌকা প্রতীক পেলেন এস এম টি জামান নিকেতা

স্টাফ রিপোর্টার

১৯ মে ২০১৯, রবিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম টি জামান নিকেতাকে আওয়াম লীগের মনোননয়ন দেয়া হয়েছে। রোবাবার গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটি। একইসঙ্গে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়  ৫ম ধাপের ১৬ টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনীত করে দলটি। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের ফরম বিতরণ শুরু হয়। একই সঙ্গে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণও শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম বিতরণ ও জমা দেন। দলীয় সূত্র জানিয়েছে,বগুড়া-৬ সদর আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৯ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ ও জমা দেন। তারা হলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এড. রেজাউল করিম মন্টু,জেলা আওয়ামী লীগের তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন,জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক  সহ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক,যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দীকুর রহমান,জার্মান শাখা আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু,তাহমিনা জামান হিমিকা। উল্লেখ্য,গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলের সিদ্ধান্তের কারণে তিনি সংসদ সদস্য হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নেয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। আগামী ২৪ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ ৮ মে এক প্রজ্ঞাপনে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে,বাছাই ২৭ মে। ৩ জুন মনোনয়ন প্রত্যাহার এবং ৪ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মো. আশরাফুল আলম সরকার,নাটোরের নলডাঙ্গায় আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতিন চৌধুরী, বরগুনার তালতলীতে রেজবি-উল কবির, পটুয়াখালীর রাঙ্গাবালীতে দেলোয়ার হোসেন, গাজীপুর সদরে রীনা পারভীন, নারায়ণগঞ্জ বন্দরে এম এ রশীদ, মাদারীপুর সদরে কাজল কৃষ্ণ দে, রাজবাড়ির কালুখালিতে কাজী সাইফুল ইসলাম, শেরপুরের নকলায় মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোঃ তানভীর ভূঞা, বাঞ্ছারামপুরে মোঃ সিরাজুল ইসলাম, কুমিল্লার কুমিল্লা আদর্শ সদরে মোঃ আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণে গোলাম সারওয়ার, নোয়াখালি সদরে এ কে এম সামছুদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status