ভারত

বুথ ফেরত জরিপ

পশ্চিমবঙ্গে বিজেপি দ্বিতীয় স্থানে

কলকাতা প্রতিনিধি

১৯ মে ২০১৯, রবিবার, ৯:৫০ পূর্বাহ্ন

বুথফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি অভূতপূর্ব ফল করতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রায় সব সমীক্ষাতেই বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি গতবারের আসন সংখ্যা ২ থেকে বেশ কয়েকগুন বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস গতবারের ৩৪টি থেকে কমে ২৪-২৮টিতে নেমে আসতে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে ১১-১৬টি আসন। টাইমস নাওয়ের সমীক্ষাতে বলা হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে ১১টি আসন পেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৮টি আসন। এছাড়া কংগ্রেস পেতে পারে ২টি এবং বামফ্রন্ট ১টি আসন। ইন্ডিয়া নিউজের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৪টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৬টি আসন এবং কংগ্রেস পেতে পারে ২টি আসন। রিপাবলিক টিভির মতে, তৃণমূল কংগ্রেস ২৯টি আসন পেতে পারে। সেখানে বিজেপি পাবে ১১টি এবং কংগ্রেস পারে ২টি আসন। এনডিটিভির মতে, বিজেপি ১৬টি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪টি এবং  কংগ্রেস ২টি আসন। এবারের নির্বাচনে দিল্লির রাজনীতির নিয়ন্ত্রকের ভুমিকা নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের ৪২টির মধ্যে ৪২টি আসন পাবার লক্ষ্যেই লড়াইয়ে নেমেছিলেন। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে ভাল সংখ্যক আসন পাওয়ার লক্ষ্যে প্রথম থেকেই রাজ্যে ঝাঁপিয়ে পড়েছিল। মোদী নিজে পশ্চিমবঙ্গে  রেকর্ড ১৯ বার প্রচারে অংশ নিয়েছেন। আর বিজেপি সভাপতি অমিত শাহ প্রায় পড়ে ছিলেন রাজ্যে। তারা সেই সুফল পেতে চলেচেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বুথফেরত সমীক্ষা নিয়ে প্রতিক্রিয়ায় মমতা বলেছেন, আমি এই গসিপে বিশ্বাস করি না। বরং ইভিএমে যাতে কোনও কারচুপি করা না হয় সেজন্য বিরোধীদের একজোট হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status