বাংলারজমিন

সিলেটে ফুলকলির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ মে ২০১৯, সোমবার, ৯:৩৭ পূর্বাহ্ন

সিলেটে খাদ্যজাত কোম্পানি ফুলকলির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করেছেন সাংবাদিক সলমান আহমদ চৌধুরী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লার হাতে তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন। গত ৩রা মে সিলেট নগরীর নয়াসড়কস্থ ফুলকলি ফুড প্রোডাক্টস লি: শো-রুমে যান তিনি। এই সময় টিস্যু দিয়ে মুছে নষ্ট সমচা বিক্রি, শো-রুমের ভেতরে নোংরা পরিবেশ, মিষ্টির সোকেসে মাছির ঘুরাফেরা দেখতে পান। এ সময় তিনি ভিডিও ফুটেজ নিয়ে ম্যানেজারকে অবহিত করলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে চাননি। ওইদিন সচেতনতার জন্য ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করা হলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের অনেক ভুক্তভোগী জানান তাদের অভিযোগ। অনেকেই আবার সিলেটের ফুলকলি বিভিন্ন শাখা থেকে নেয়া ফাস্টফুডের উপরে তেলাপোকা, মিষ্টির উপরে বসা মাছির ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেন। এই নিয়ে পুরো সিলেটবাসীর মধ্য চাপা ক্ষোভ সৃষ্টি হয়। এসব ভুক্তভোগীদের নানা অভিযোগসহ নিজের অভিযোগ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর সলমান চৌধুরী জানান, আমি সিলেটবাসীর পক্ষ থেকে এই মামলা দায়ের করেছি। সিলেটের পবিত্র মাটিতে এসে তারা ব্যবসা চালাচ্ছে আর সিলেটবাসীকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বড় বড় কোম্পানিগুলোর দিকে সরকারের নজরদারি প্রয়োজন। আমরা টাকার বিনিময়ে বিষ খাচ্ছি। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ভোক্তা অধিদপ্তরের অভিযান এখন সময়ের দাবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status