বাংলারজমিন

গোপালগঞ্জে বেড়েছে খুন ধর্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি

২০ মে ২০১৯, সোমবার, ৯:২৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বেড়েছে খুন-ধর্ষণ-চুরি-ডাকাতি ও যৌন-নিপীড়নের ঘটনা। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা-মধুমতি নদী থেকে লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে। শুক্রবার সদর উপজেলার কাঠি ইউনিয়নের ভোজরগাতি গ্রামে মসজিদের দানবাক্সের ৫ টাকা চুরির ঘটনা নিয়ে বাদল সরদার নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক। একের পর এক ঘটে যাওয়া এসব ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সকল শ্রেণি-পেশার মানুষ। তবে পুলিশ বলছে, দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এদিকে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম, গোবরা নিলারমাঠ বাজার, মিয়াপাড়া নিচুপাড়া, ব্যাংকপাড়া, বড় বাজার (ফলপট্টি), চর-মানিকদাহ (কাজীর বাজার), চাপাইল সেতুর দু-পাড়, ঘোনাপাড়া মোড় (চক্ষু হাসপাতালের সামনে), নিলফা ( খালেকের বাজার), গোপীনাথপুর, পাইককান্দি, সুকতাইল, ফুকরা, মানিকহার, পুরাতন মানিকদাহ. পুরাতন লঞ্চ ঘাট, গেটপাড়া- কবরস্থান রোড়, মোহাম্মাদ পাড়া. মান্দারতলা, ও পাওয়ার হাউজ রোডসহ আশপাশ বিভিন্ন এলাকায় ফেনসিডিল/ গাঁজা ও ইয়াবাসহ নানা প্রকার মাদকদ্রব্য ব্যাপক বিক্রি করা হচ্ছে। গত ১৪ই মে রাজবাড়ীর বালিয়াডাঙ্গা থানার ডোলজানি গ্রাম থেকে মহাসিন নামে এক বিকাশ হ্যাককারীকে চোরাইকৃত ২০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে পুলিশ। গত ২৪শে এপ্রিল চাপাইল সেতু পাড়ের থেকে ৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রিপন সিকদার ও শুরুস শেখ নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত ২০শে এপ্রিল এক লাখ টাকা ও ১০ লাখ টাকার চোরাইকৃত মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ১২ই এপ্রিল বিকালে সদর থানা পুলিশ পাইককান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের পরিত্যক্ত একটি ভবনের ভেতর থেকে গোপালগঞ্জের তালা গ্রামের একটি ইটভাটা থেকে নিখোঁজ শ্রমিক এমদাদের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে। গোপালগঞ্জের রঘুনাথপুর একটি স্কুলের জনৈক এক শিক্ষক কতৃক ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৭ই এপ্রিল বিকালে কাশিয়ানী বাজার এলাকায় এক সৌদি প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছে আপন খালাতো ভাই। গোপালগঞ্জ জেলা সদরের আন্ধার কোঠা গ্রামে মনিকা চৌধুরী (৪২) নামে এক গৃহবধূর গলায় বিদ্যুতের তার প্যাঁচিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। গত ১লা এপ্রিল কাশিয়ানীতে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মধুমতি নদীতে  ফেলে  দেয় পাষণ্ড স্বামী। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ ঘাতক স্বামীকে আটক করে হত্যার রহস্য উদঘাটন করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status