বিনোদন

এটিএম শামসুজ্জামান পপির সঙ্গে হাসিমুখে গল্প করলেন

স্টাফ রিপোর্টার

১৯ মে ২০১৯, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। আজ তাকে দেখা গেল বেশ হাসিমুখে নায়িকা পপির সঙ্গে গল্পে মশগুল। হাসপাতালের বিছানায় থেকেই পাশে বসা পপির সঙ্গে তিনি এমন গল্পে মেতে ওঠেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্রাপ্ত চিত্রনায়িকা পপি আজ (রোববার) এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে যান। সেখানে প্রিয় অভিনেতার সঙ্গে সময় কাটান তিনি। তার সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেসবের মধ্য থেকে তিনটি ছবি পোস্ট করে ফেসবুকে  আবেগময় একটি দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছেন পপি।

তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান শুধু ভালো একজন অভিনেতা নন, তিনি একজন শিক্ষক, আমার গুরুজন, আমার বাবা। এছাড়াও আমার ভালোবাসার একজন প্রিয় মানুষ। তার হাসি আমার কাছে হাজার কোটি টাকার চেয়ে অনেক বেশি দামি। আমি অনেক লাকি তিনি বাবা হিসেবে সবসময় আমার পাশে থেকেছেন। আর আমার সকল প্রাপ্তি ও ভালো কাজে খুশি হয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন। এ জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ।’


এটিএম শামসুজ্জামানের পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে পপি স্ট্যাটাসে আরো লেখেন, ‘তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাকে এই অবস্থায় আর দেখতে চাই না, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।’

বিশিষ্ট এই অভিনেতার চিকিৎসায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পপি। এ প্রসঙ্গে তিনি স্ট্যাটাসে লেখেন, ‘আমার বাবার পাশে থাকার জন্য ধন্যবাদ মমতাময়ী প্রধানমন্ত্রীকে। তিনি সবসময় শিল্পীদের ভালোবাসেন ও পাশে থাকেন। তার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে গেল মাসে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বেশ কয়েকদিন। এর মধ্যে কয়েক দফায় ছড়ানো হয় এই অভিনেতার মৃত্যু গুজব। সব গুজব উড়িয়ে দিয়ে সবার দোয়ায় অবশেষে তিনি সুস্থ হয়ে উঠছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status