খেলা

আশা জাগছে আমিরের

স্পোর্টস ডেস্ক

১৮ মে ২০১৯, শনিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফেরানো হতে পারে মোহাম্মদ আমিরকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলারদের ব্যর্থতার কথা মাথায় রেখে বৃহস্পতিবার অভিজ্ঞ বাঁ-হাতি পেসারকে বিশ্বকাপের দলে ফেরানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি) পাকিস্তানের বিশ্বকাপ দলে নাম নেই মোহাম্মদ আমিরের। তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে ভালো করতে পারলে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার সুযোগ ছিল। কিন্তু ‘চিকেনপক্স’ এর কারণে ইংল্যান্ডের বিপক্ষের সিরিজে খেলা হচ্ছে না আমিরের। তাতে বিশ্বকাপের সম্ভাবনাটাও শেষ এমনটাই ভাবা হচ্ছিল। তবে পাকিস্তান গনমাধ্যমের খবর, অধিনায়ক সরফরাজ ও কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলে আমিরকে বিশ্বকাপ দলে ফেরানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টিম ম্যানেজমেন্ট আশা করছেন বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আমির। দলের সূত্রে জানানো হয়, ‘প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও আমিরকে নেয়ার ব্যাপারে একমত। তবে আগে নিশ্চিত করতে হবে বিশ্বকাপের আগে আমিরের সুস্থ হয়ে ওঠা।’
ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। একমাত্র টি-২০ ম্যাচে হার দেখেছে। পাঁচ ম্যাচ সিরিজের তিন ওয়ানডে শেষে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। ওয়ান ডে সিরিজে ব্যাটসম্যানরা পারফর্ম করলেও বোলিং ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দল রয়েছেন আমির। বর্তমানে ‘চিকেনপক্সের’ জন্য লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। পাকিস্তান দলের সূত্রে জানানো হয়েছে, ‘আমাদের হাতে দুই সপ্তাহ সময় আছে। এর মধ্যে যদি আমির সুস্থ হয়ে যায় তাহলে বিশ্বকাপ দলে ডাকবে দল নির্বাচকরা।’ আগামী ২৩শে মে পর্যন্ত দল পরিবর্তন করতে পারে প্রতিটি দল। সে অনুযায়ী এখন দল পরিবর্তনের সুযোগ থাকবে পাকিস্তানের। আগামী ৩০ শে মে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। এর একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status