বাংলারজমিন

খুনের মামলার আসামি হলেন ছাতকের শামীম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ মে ২০১৯, শনিবার, ৮:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শিল্পনগরী ছাতকে আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়েছে। মামলায় ছাতক পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরী ওরফে কালাম চৌধুরীর সহোদর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীকেও আসামি করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল ও পৌর কাউন্সিলর তাপস চৌধুরীকে। বুধবার থানার এসআই পলাশ সরকার বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেছেন বলে জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩শ’ থেকে ৪শ’ জনকে। মামলায় পৌরমেয়রের এক ভাই ও চাচাসহ ২৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাতক থানার ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাতে ছাতক পৌর শহরে পৌরমেয়র কালাম চৌধুরী ও তার সহোদর শামীম আহমদ চৌধুরী সমর্থকদের বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬৩ রাউন্ড শর্টগানের গুলি ৫২ রাউন্ড গ্যাস গানের গুলিবর্ষণ করে। এ সময় বিবদমান দু’গ্রুপের হামলায় আমিসহ থানার আরো ছয় পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার রাতের শিল্পনগরী ছাতকের সুরমা নদীতে নৌ পথে চাঁদাবাজির দ্বন্দ্বের জের ধরে পৌরমেয়র কালাম চৌধুরী ও তার সহোদর শামীম চৌধুরী সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে সাহাবুদ্দিন নামের পৌর শহরের এক ভ্যানচালক নিহত হন। এ ছাড়াও ওসিসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, ছাতকের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হত্যাকাণ্ড এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্যান্য যে বা যারাই জড়িত রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে পুলিশি হেফাজতে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status