খেলা

কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে আগুয়েরা

স্পোর্টস ডেস্ক

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ২:৫৮ পূর্বাহ্ন

কোপা আমেরিকার জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে তেমন কোনো চমক নেই। মোটামুটি সম্ভাব্য সবাইকেই কোপা আমেরিকার প্রাথমিক দলে রেখেছেন তিনি। ৩৬ জনের এই দল কমে ২৩ জনে দাঁড়াবে সামনের ৩০ তারিখ। জুনের ১৪ তারিখে ব্রাজিলে শুরু হবে কোপা প্রতিযোগিতা। দেশের জার্সিতে একটি ট্রফি জেতার শেষ সুযোগ লিওনেল মেসির। তিনি পারবেন কি না, সে আলোচনা থাকবেই। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফর্মের সুবাদে ভাগ্য খুলেছে আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক এই দলে জায়গা পেয়েছেন টানা দুই মৌসুমে ইংলিশ লীগ জেতা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

আরও আছেন পিএসজির ডি মারিয়া, জুভেন্টাসের পাউলো দিবালা, ইন্টার মিলানের মার্তিনেস ও মাউরো ইকার্দিরা। ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এবারের কোপা আমেরিকা আসর বসবে ব্রাজিলে। সাউথ আমেরিকার ১০টি দলের সঙ্গে এতে আমন্ত্রিত হিসেবে অংশ নেবে জাপান এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।

আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো ও গেরোনিমো রুলি।
ডিফেন্ডার: রেনসো সারাভিয়া, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেয়া, ওয়াল্টার কেনম্যান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, রামিরো ফুনেস মোরি ও হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আনহেল দি মারিয়া, জিওভানি ল চেলসো, এক্সেকুয়েইল পালাসিওস, গুইদো রোদ্রিগেস, রবের্তো পেরেইরা, রোদ্রিগো দে পল, মাতিয়াস জারাচো, গনসালো মার্তিনেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা ও ইভান মারকোন।
ফরোয়ার্ড: পাউলো দিবালা, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লুতারো মার্তিনেস, মাউরো ইকার্দি, আনহেল কোরেয়া ও মাতিয়াস সানচেস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status