অনলাইন

কলসিন্দুর স্কুল অফিস কক্ষে রহস্যজনক আগুনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক আগুনে দেশের নারী ফুটবলের গর্বের প্রতীক সাজেদা, রোজিনা, তহুরা ও শামসুন্নাহার জুনিয়রদের সনদপত্র ও মেডেলসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিনের মাথায় বুধবার রাত  দেড়টার দিকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রতন মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলাটি দায়ের করেন।
 
তবে এ মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা।

এদিকে, মারিয়া-তহুরা-সানজিদাদের গর্বের শিক্ষা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ময়মনসিংহ জেলা প্রশাসনও। ইতিমধ্যেই জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

অন্যদিকে, কারা বিদ্যালয়টিতে আগুন দিলো তার রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে তারা প্রাথমিকভাবে চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা জানান, বিদ্যালয়ের ভেতরের কেউ এ ঘটনা ঘটিয়েছে, নাকি বাইরের কেউ ঈর্ষান্বিত হয়ে আগুন দিয়েছে এমন চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদঘাটনে আমাদের জোর প্রচেষ্টা চলছে।


এর আগে মঙ্গলবার (১৪ই মে) ভোরে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার অফিস কক্ষের তালা ভেঙে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ফুটবল কন্যাদের খেলার সনদপত্র, শিক্ষকদের সনদপত্র, রেজুলেশন বই,  মেডেলসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status