দেশ বিদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে নানা পরিকল্পনা, থাকছে বছরব্যাপী অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫০ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে নানা পরিকল্পনা তৈরি করেছে এ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। তৈরি করা হচ্ছে ওয়েব সাইট, লোগো ও থিমসং। সহসাই এর কাজ শুরু হবে। গঠন করা হবে আটটি উপকমিটি। বছরব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় ও আর্ন্তজাতিক প্রকাশনাসহ নানা কিছু। জন্মশতবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশীয় ও আন্তর্জাতিক কনসালট্যান্ট (পরামর্শক) নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ ই এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কমিটি’র সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটি’র সদস্যরা বিভিন্ন ধরনের প্রস্তাব দেন। তারা জানান, জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিদেশি জনপ্রিয় ফুটবল দলকে আমন্ত্রণ করে টুর্নামেন্ট বা ম্যাচ আয়োজন করা যেতে পারে। এছাড়া পৃথিবীর ১২ টি দেশের ২৮ টি শাখায় মাদাম তুসোর জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের ভাস্কর্য স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতে পারে। প্রস্তাবনায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বৃহদাকারের ভাষ্কর্য পতেঙ্গা সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভের পাশে স্থাপন করা যেতে পারে। এছাড়া কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতার জীবন ও কর্ম পৌছে দেয়ার জন্য বিশেষ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য কমিটি গঠন করা যেতে পারে। প্রস্তাবনায় বলা হয়, ভারতীয় কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোলকাতা জীবন সর্ম্পকে লেখার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতে পারে। এছাড়া বাংলাদেশের বিমান, জাহাজ ও রেলগাড়িতে মুজিববর্ষ লেখাসহ বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতে পারে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে সি আর আই যে গ্রাফিক নভেল প্রকাশ করেছে সেগুলো নামী কোন গ্রাফিকস নভেল লেখককে দিয়ে উদ্বোধন করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নিয়ে কর্মপরিকল্পনা পাঠাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গত ২৮শে এপ্রিল বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন একটি বিশাল কর্মযজ্ঞ। তাই কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নানা কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির একটি তালিকা জাতীয় কমিটির কাছে থাকা প্রয়োজন। তাই মন্ত্রণালয়গুলোর তালিকা আসার পর এগুলো এক সঙ্গে করবে জাতীয় কমিটি।    
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status