দেশ বিদেশ

বিজেপির রোডশোতে হামলা ও পাল্টা হামলার অভিযোগ

কলকাতা প্রতিনিধি

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

নির্বাচনের অন্তিমলগ্নে এসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বিজেপি পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শাসন নেই অভিযোগ তুলে মমতাকে হটাতে মরিয়া হয়ে উঠেছে। মমতাও বিজেপি নেতাদের কুৎসিৎ ভাষায় আক্রমণ করার পাশাপাশি তুই তোকারি করতেও দ্বিধা করছে না। দুই পক্ষের এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে হামলা ও পাল্টা হামলার চাপানউতোর শুরু হয়েছে। ধর্মতলা থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত ৮ কিলোমিটার এই দীর্ঘ রোড শো বানচাল করতে তৃণমূল কংগ্রেস বারে বারে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। প্রথমে রাস্তার দু’পাশে থাকা মোদি ও শাহ’র কাটআউট ও পোস্টার পুরসভার কর্মীরা সরিয়ে নেয়ার চেষ্টা করে। এরই মধ্যে ঢাকের বাদ্য ও আদিবাসী নৃত্য সহযোগে রোড শো শুরু হয়েছিল। হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল রোড শোতে।  শ্রীরাম ধ্বনিতে মুখরিত ছিল যাত্রাপথ। বিজেপির রোড শোতে ব্যাপক মানুষের উপস্থিতিতেই পথে নানা জায়গায় হামলা ও প্ররোচণা দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির রোড শোতে অন্য রাজ্য থেকে মানুষ এনে হামলা চালানো হয়েছে। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি কে বা কারা ভাঙলো তা তদন্ত না করেই বিজেপির ওপর দায় চাপিয়ে দিয়ে সংস্কৃতির সর্বনাশ হয়ে গেছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা সরব হয়ে উঠেছেন। বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের ঘটনায় অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি মঙ্গলবার রাত থেকে এখনও পর্যন্ত মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর করা নিয়ে পাল্টা তোপ দেগেছেন অমিতও। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেছেন, আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমরা ভয় পাই না। মমতা চাইলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করতে পারেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন, তার রোড শোতে হিংসা, আগুন ধরানো এবং ভাঙচুরের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সিআরপিএফের সুরক্ষা না থাকলে তিনিও অক্ষতভাবে ফিরে আসতে পারতেন না।  তৃণমূল কংগ্রেসই যে রোড শোতে ইটবৃষ্টি করা এবং অমিত শাহ গো ব্যাক স্লোগান দিয়ে প্ররোচনা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।  অমিত শাহ এদিন বলেছেন, মমতা দিদি, আপনি একটি রাজ্যে ৪২টি আসনের জন্য লড়াই করছেন। আর বিজেপি সব রাজ্যে লড়াই করছে। কিন্তু পশ্চিমবঙ্গেই একমাত্র হিংসা ঘটছে। আর এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। তিনি বলেছেন, এসব থেকেই প্রমাণ হচ্ছে দিদির দিন শেষ হয়ে এসেছে। অমিত শাহ এদিন বলেছেন, রোড শোতে দুটি জায়গায় হামলা চালানো হয়েছে। প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এবং পরে বিদ্যাসাগর কলেজের সামনে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিজেপি সভাপতি  প্রশ্ন তুলেছেন, কলেজের গেট বন্ধ থাকার কথা। আর মূর্তিটি ছিল ঘরের ভিতরে। সেটিও তালাবদ্ধ থাকার কথা। এই অবস্থায় বিজেপি কী করে মূর্তি ভাঙবে? এদিনের সংবাদ সম্মেলনে রোড শোতে হামলার ছবি তুলে ধরে অমিত শাহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন নীরব দর্শক হয়ে রয়েছে।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে, কলেজের গেট ভাঙার প্রমাণ তুলে ধরে দাবি করা হয়েছে, বিজেপি ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। তৃণমূল কংগ্রেস বুধবার একটি মিছিলও বের করছে। একইভাবে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্ররোচনা সৃষ্টির অভিযোগ তুলে বামপন্থিরাও মিছিল করার ঘোষণা দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status