বাংলারজমিন

সরাইলের প্রতারক নারী গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

সরাইলে এক পরিবারের ৪ জনকে জুস পান করিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুন্ঠনকারী সেই নারী গ্রেপ্তার হয়েছে। তার নাম জাহেদা বেগম (৩৩)। সে সরাইলের কুখ্যাত পরিবহন ডাকাত, ছিনতাইকারী ও নকল স্বর্ণ তৈরীর গডফাদার মোস্তফার স্ত্রী। গতকাল  সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খলিলুর রহমান অভিযান চালিয়ে কালিকচ্ছ দত্তপাড়া থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করেছেন। পুলিশ জানায়, গত ১১ই মে শনিবার ইফতারের সময় জুসের সাথে চেতনানাশক কিছু মিশিয়ে পান করানোর পর একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছিল। ৪ জনই হাসপাতালে থাকায় তাদের স্বজন ইমাম হোসেন ১২ই মে রোববার সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এরই প্রেক্ষিতে গতকাল সরাইল থানা পুলিশ জাহেদাকে গ্রেপ্তার করেছে।

জাহেদা তার স্বামী মোস্তার বিভিন্ন অকর্মের সহায়ক। বিশ্বরোড মোড় এলাকায় নকল স্বর্ণ দিয়ে অটোরিকশার মহিলা যাত্রীদের বোকা বানিয়ে তাদের প্রকৃত স্বর্ণ ছিনিয়ে নেয়ার মত প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। এ ছাড়াও সড়কে যাত্রী বেশে ডাকাতিও করছে। ডাকাতি ও প্রতারণার দায়ে জাহেদার স্বামী মোস্তফা বর্তমানে জেল হাজতে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status