বাংলারজমিন

রাজশাহীতে রাস্তায় ধান ছিটিয়ে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৯:০১ পূর্বাহ্ন

ধানের ন্যায্য মূল্যের দাবিতে রাজশাহীর সড়কে ধান ছিটিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। ধানসহ দেশের সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের লাগাম টেনে ধরতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাজশাহীর ব্যানারে গতকাল বেলা সাড়ে ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃষকদের পক্ষ থেকে এই প্রতিবাদ জানায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কৃষকদের চেষ্টা ও সচেতনতায় দেশে এবার ধানের ফলন ভালো হয়েছে। তবে সেই ধানের ন্যায্যমূল্য সরকার নিশ্চিত করতে পারছে না। এখন এক মণ ধানের যে দাম পাওয়া যাচ্ছে তা দিয়ে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে দেড়শ’ থেকে দুইশ’ টাকা। তারা আরো জানান, এভাবে চলতে থাকলে কৃষকরা ধান উৎপাদনে আগ্রহ হারাবে। ফলে আগামীতে ধান আমদানি ছাড়া কোনো উপায় থাকবেনা। আর তখন ঠিকই আমদেরকে বেশি দামে ধান আমদানি করতে হবে। তাই কৃষকদের পাশাপাশি দেশের সকল মানুষের কথা চিন্তা করে সরকারকে ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করে দিতে হবে। যাতে কৃষকরা ধান চাষে আগ্রহ না হারায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান সমন্বয়ক আরিফুজ্জামান অনিক, সমন্বয়ক নিশাত সুলতানা শাকিলা, নর্থ বেঙ্গল বিশ্বিবিদ্যালয়ের আব্দুল্লাহ শুভ, রাজশাহী কলেজের শিক্ষার্থী আলমগীর কবির সবুজ ঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমুখ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status