বাংলারজমিন

উৎপাদন খরচই উঠছে না কৃষকের

সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের হাওরে উৎপাদিত বোরো ধানের দাম পাচ্ছেন না কৃষক। বোরো ধানের ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। হতাশ কৃষকরা জানান, অনেক স্থানে ধানের উৎপাদন খরচ উঠছে না। এ অবস্থায় ধানের দাম বৃদ্ধি ও সরকারিভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করলে উপকৃত হবেন হাওরে দরিদ্র কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, সুনামগঞ্জের ১১টি উপজেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৭ হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৭ হাজার হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে এ বছর। বিগত কয়েক বছরের তুলনায় ধানের ফলন এ বছর বেশি হয়েছে। ধানের ফলনে সন্তুষ্ট হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানান, হাল-চাষ থেকে শুরু করে ধান কাটা ও মাড়াই পর্যন্ত প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা। আর বিঘা প্রতি জমিতে উৎপাদন হয়েছে ৮ থেকে ১৫ মণ ধান। তাহিরপুর উপজেলার বানিয়াগাঁও গ্রামের কৃষক সুজন মিয়া জানান, ৬ বিঘা বোরো জমি আবাদ করতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। বর্তমানে ওই ৬ বিঘার জমির ধান বিক্রি করলে ৩০ হাজার টাকাও উঠে না। বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের কৃষক সাজুল মিয়া বলেন, ২৮ জাতের ধানে উৎপাদন হয়েছে বিঘাপ্রতি ৮-৯ মণ ধান। আর ২৯ জাতের ধানের উৎপাদন হয়েছে বিঘাপ্রতি ১৪-১৫ মণ ধান। যারা এ বছর ২৮ জাতের ধান চাষ করেছেন সবাই ক্ষতির মুখে পড়েছেন।  সরজমিন ঘুরে দেখা গেছে, জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ বিভিন্ন স্থানে ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা দামে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। এ হিসাবে প্রতি মণ ধানের উৎপাদন খরচ উঠছে না কৃষকদের। ঋণ আর পরিবারের খরচ মিটাতে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করছেন হাওরের কৃষকরা। বাম্পার ফলন হলেও উৎপাদন অনুযায়ী সরকার ধান সংগ্রহ করছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। সরকারি গুদামে ধান দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলভরি গ্রামের মো. আমিরুল ইসলাম বলেন, প্রতি বছরই সরকারিভাবে ধান সংগ্রহ হয়। কিন্তু প্রকৃত কৃষকরা ধান দিতে পারছেন না। এ বছর প্রকৃত কৃষকদের কাছ থেকে সহজে ধান সংগ্রহের দাবি জানাচ্ছি। এতে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কৃষক। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বশির আহমদ জানান, এ বছর বাম্পার ফলন হয়েছে হাওর এলাকায়। ধানের দাম কম স্বীকার করে তিনি বলেন, সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে ধানের দাম বেড়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status