বাংলারজমিন

রূপগঞ্জে ট্রান্সপোর্ট কোম্পানিতে হামলা, ১০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে কাউন্সিলর গ্যাং। মঙ্গলবার রাতে একটি ট্রান্সপোর্ট কোম্পানি প্রকাশ্যে হামলা করে শ্রমিকদের বেতনের ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজারসহ ৪ কর্মচারীকে পিটিয়ে জখম করে। এছাড়া ভাঙচুর ও লুটপাট করে অন্তত ৩ লাখ টাকার মালামাল। এ ঘটনায় বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাহিনী প্রধান আনোয়ার কাউন্সিলরের নেতৃত্বে দুর্ধর্ষ এই বাহিনী ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা করছে না। তাদের কাছে জিম্মি তারাব শিল্পাঞ্চল ও পরিবহন সেক্টর।  জে-কে ট্রেড এন্ড ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, দেশের অন্যতম আমদানিকারক প্রতিষ্ঠান জে-কে ট্রেড কোম্পানি ব্যবসা করার জন্য তারাব  পৌরসভার কাজীপাড়া বালুরমাঠ এলাকায় জে-কে ট্রেড এন্ড ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। চট্রগ্রাম বন্দর থেকে কার্গো জাহাজে আসা ভুট্রা, সয়াবিন দানা, গম ও ভূমি শত শত ট্রাকে করে এখানে লোড-আনলোড করা হয়। ওই ব্যবসা করার জন্য প্রতিষ্ঠানের কাছে তারাব পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার এককালিক ৫ লাখ ও মাসিক ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদা দিতে ম্যানেজার মোশারফ অস্বীকৃতি জানালে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলর আনোয়ারের নির্দেশে তার বাহিনীর সদস্য হাত কাটা জাকির, রায়হান, ইসলাম, গুই রাকিব, মতিন, রানা, মোহন, ইকবাল, রাসেল ও তেরেনামসহ অন্তত ৫০/৬০ জন সন্ত্রাসী প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুরসহ কর্মকর্তা ও কর্মচারীদের ৯টি মোবাইল সেট লুটে নেয়।
পরে সিন্দুকে রাখা ট্রাকভাড়া  শ্রমিকদের বেতনের ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এসময় বাধা দেয়ার চেষ্টা করলে ম্যানেজার মোশারফ, কর্মচারী ফোরকান, রেদোয়ান ইসলাম পাপন ও সাহাবুদ্দিনকে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় মোশারফ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই বাহিনীর অন্যতম সদস্য হাত কাটা জাকির ও  রায়হানকে আটক করে। এ ঘটনা ছাড়াও তারাব পৌরসভার শিল্পাঞ্চল ও পরিবহন সেক্টরে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে এই বাহিনী। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, আনোয়ার কাউন্সিলর একজন চিহ্নিত চাঁদাবাজ। সে তার চাঁদাবাজি নিয়ন্ত্রণে গড়ে তুলেছে নিজস্ব বাহিনী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মাঠে নেমেছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status