বাংলারজমিন

দোয়ারাবাজারে খাস জমি উদ্ধারে দুদক

দোযারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

মানবজমিনে সংবাদ প্রকাশের পর সরকারি খাস ভূমি উদ্ধারে মাঠে নেমেছেন দুদক কর্তৃপক্ষ। গত ২৬শে এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকায় ‘দোয়ারাবাজারে সরকারি ভূমি দখলের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রতিবেদন প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। গত মঙ্গলবার দুদক প্রতিনিধি সহ স্থানীয় ভূমি অফিস কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে জবরদখলে থাকা সরকারি খাস জমিতে সাইনবোর্ড টানিয়ে দেয়। কিন্তু ওই দিন রাতেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বার্থান্বেষী মহল প্রশাসনের টানানো সাইনবোর্ড সরিয়ে নিয়ে যায়। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী জবরদখল কারীরা সরকারি সাইনবোর্ড সরিয়ে নেওয়ায় এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ছাতক-সুনামগঞ্জ সড়কের দক্ষিণে ও শ্যামলবাজার মাদরাসার নিকটে বাদে আজমপুর মৌজার সরকারি খতিয়ানভুক্ত ২৬০৪ নং দাগের প্রায় ১৫ শতক ভূমি দীর্ঘ দিন ধরে বন্দোবস্ত ছাড়াই নিজের দখলে রেখে ভোগ দখল করে আসছিলেন একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র নুর আলী ও তার উত্তরাধিকারীগণ। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চন্দ্র শীল বলেন, সরকারি সাইনবোর্ড সরিয়ে নেয়ার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status