বাংলারজমিন

চোখের আলো নিভে যাচ্ছে স্কুলছাত্র শামীমের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

ফুলবাড়ী উপজেলার নাঙডাঙ্গা হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মো. শামীম (১৪)কে সহপাঠী মিঠু কলম দিয়ে আঘাত করে। এতে শামীমের বাম চোখে রক্ত জমা হয়। ঘটনাটি ঘটেছে, গত ২৪শে এপ্রিল স্কুল চলাকালিন সকাল ১১টার সময়  শ্রেণি কক্ষের ভিতরে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। আহত শামীমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর এডভান্স আই হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পাঠিয়ে দেন। শামীমের বাবা মন্টু মিয়া অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা দায়িত্বে অবহেলা করে আমার ছেলেটাকে অন্ধ করার পাঁয়তারা করেছেন। এখন পর্যন্ত চিকিৎসায় প্রায় ২৮ হাজার টাকা খরচ হয়েছে। চিকিৎসক বলেছেন, দুইটি অপারেশন হয়েছে আরো একটি অপারেশনের জন্য আরো টাকা লাগবে। নইলে চোখের আলো ফিরে পাবে না। শামীমের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি গরিব বলে স্কুল কর্তৃপক্ষ এমন ব্যবহার করছে। এ ব্যাপারে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, রমজান মাস উপলক্ষে স্কুল বন্ধ থাকায় তাকে চিকিৎসা বাবদ সাহায্য করতে পারিনি। তবে শামীমের নানির হাতে আমি তিন হাজার ২শ’ টাকা দিয়েছি। স্কুল খুললে সবার কাছ থেকে সাহায্য নিয়ে পৌছে দেব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status