বিনোদন

তারকা, বিচারক ও আমন্ত্রিত অতিথিদের মেলা বসেছে কানে

বিনোদন ডেস্ক

১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

ফ্রান্সের ভূমধ্যসাগরের কোল ঘেঁষা কান শহরে মেলা বসেছে নানা দেশের শোবিজ তারকা, বিচারক ও আমন্ত্রিত অতিথিদের। মঙ্গলবার থেকে এখানে শুরু হয়েছে ৭২তম  কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার উদ্বোধনী ছবি ছিল জিম জারমুশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’। এ ছবিতে অভিনয় করেছেন হলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় আছেন বিল মারে, অ্যাডাম ড্রাইভার, টিল্ডা সুইনটন, ক্লোয়ি রসভিনি, স্টিভ বুসেমি, ড্যানি গ্লোভার, ক্যালেব লান্ড্রি জোন্স,  রোসি পেরেজ, ইগি পপ, সেলেনা গোমেজ, সারা ড্রাইভার, অস্টিন বাটলার, লুকা সাবাত, এস্টার বালিন্ত, ক্যারোল কেন ও টম ওয়েটস। আগামী ১৪ই জুন থেকে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। এদিকে উৎসব শুরুর আগের দিন বেশ সমালোচনার মুখে পড়েছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর ফরাসি কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডিলনকে সম্মানসূচক পাম দ’অর দেয়ার ঘোষণা দেয়া হয়। এই তারকার বিরুদ্ধে রয়েছে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ। এই অভিযোগ তুলেছেন খোদ ডিলনেরই ছেলে। তবে এ বিষয়ে গত সোমবার উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমু ডিলনের প্রসঙ্গ উঠতেই বলেন, আমরা এখানে কাজের স্বীকৃতির জন্য তাকে সম্মাননা জানাচ্ছি, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছি না। অন্যদিকে গতকাল জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া নিউ ইয়র্ক থেকে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার জন্য রওনা করেছেন। আজ জমকালো ডিজাইনের পোশাকে কানের লাল গালিচায় পা রাখবেন তিনি। এরইমধ্যে গতকাল নামিদামি তারকা ও চলচ্চিত্র কলাকুশলীরা লালগালিচায় পা মাড়িয়ে  প্রেক্ষাগৃহে এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুলিয়ান মুর, ইভা লঙ্গোরিয়া, গঙ লি প্রমুখ। অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিত্তু নেতৃত্ব দিচ্ছেন এবারের মূল জুরি বোর্ডের। জুরি  বোর্ডে আরো রয়েছেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং, গ্রিক নির্মাতা ইয়োরগেস লানথিমস, ইতালীয় নির্মাতা এলিস  রোরওয়াশের, ফরাসি লেখক এঙ্কি বিলাল, পোল্যান্ডের নির্মাতা পাওয়েল পাওলিওস্কি, মার্কিন নির্মাতা কেলি রেইচার্ড, ফরাসি নির্মাতা রবিন কাম্পিলো এবং সেনেগালের অভিনেত্রী মাইমুনা নাদিয়া। ১২ দিনের এই উৎসবে নতুন সব ছবির প্রদর্শনী ও নানা আয়োজনে মুখর থাকবে দক্ষিণ ফরাসি উপকূল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status