বিশ্বজমিন

হিন্দুরা জঙ্গি হয় না, জঙ্গিরা কখনো হিন্দু নয়: মোদি

মানবজমিন ডেস্ক

১৫ মে ২০১৯, বুধবার, ১২:৩৭ অপরাহ্ন

একজন হিন্দু কখনই জঙ্গি হতে পারেন না। এমনটাই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি হিন্দু জঙ্গি নিয়ে ব্যাপক তোলপার চলছে ভারতে। রাজনৈতিক দল এমএনএম প্রধান কমল হাসান বলেছিলেন, স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু। তিনি মূলত গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের কথা বুঝাতে চেয়েছিলেন। তবে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া কমল হাসানের এমন মন্তব্যই রাজনীতিতে যুক্ত করেছে ব্যাপক উত্তেজনা।

এ বিষয়ে মঙ্গলবার এক সাক্ষাৎকারে মোদি বলেন, কমল হাসানের জ্ঞান আমার থেকে হয়ত বেশি। কিন্তু আমার অল্প জ্ঞানেই আমি যা বুঝি তা হল হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। আবার জঙ্গিও কখনো হিন্দু হতে পারে না। এর আগে গেরুয়ার উপড়ে সন্তাসের তকমা লাগানোর প্রচেষ্টার সমালোচনাও করেছিলেন মোদি।
উল্লেখ্য, কমল হাসানের ওই মন্তব্যের পর তার বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। বিজেপি নেতা অশ্বিন উপ্যাধায় আদালতে গিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করেন। একইসঙ্গে রাজ্যের আরেক মন্ত্রী অরুণাচলম বলেন, এমন মন্তব্যের জন্য হাসানের জিভ কেটে নেয়া দরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status