শেষের পাতা

কূটনীতিকদের সম্মানে বিএনপি’র ইফতার

স্টাফ রিপোর্টার

১৫ মে ২০১৯, বুধবার, ১০:১৭ পূর্বাহ্ন

ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে প্রতিবছরের মতো এবারও রাজধানীর হোটেল ওয়েস্টিনে গতকাল এ আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতারে বিভিন্ন দেশের কূটনীতিদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমের সম্পাদকরাও অংশ নেন। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তি, জিয়া পরিবারসহ বাংলাদেশ রাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর কল্যানে বিশেষ মোনাজাত হয়। এদিকে বিকাল সাড়ে ৫টা থেকে আমন্ত্রিত বিদেশী কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা ইফতার মাহফিলে আসতে শুরু করেন। এ সময় বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা টেবিলে টেবিলে ঘুরে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিটি টেবিলে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক-দুইজন করে বিএনপি বসে কূশল বিনিময়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপসহ ইফতার করেন। ইফতারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রিফম্যান, রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইইউর চার্জ দ্য এ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিসসহ ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, কাতার, ওমান, জাতিসংঘ, ইরান, ভ্যাটিক্যান, কুয়েত, লিবিয়া, প্যালেস্টাইন, ভিয়েতনাম, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন। ইফতারে বিশিষ্ট নাগরিকদের মধ্যে- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসিফ নজরুল, প্রফেসর দিলারা চৌধুরী, ড. বোরহান উদ্দিন, মে. জেনারেল (অব.) ফজলে আকবর, অগ্রণী ব্যাংকের সাবেক এমডি নাসের রখতিয়ার সাংবাদিকদের মধ্যে- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বর্তমান সভাপতি সাইফুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের অংশ নেন। ইফতারে বিএনপি নেতাদের মধ্যে- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, রিয়াজ রহমান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, শওকত মাহমুদ,  চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও এনামুল হক চৌধুরী, ড. সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, মাসুদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা খান, ব্যারিস্টার মীর হেলালউদ্দিন, তাবিথ আউয়াল প্রমুখ অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status