বাংলারজমিন

চসিক কারাবন্দিদের জন্য ফ্যান-টিভি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৫ মে ২০১৯, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের জীবনমান উন্নয়নে ৫০০টি সিলিং ফ্যান এবং ৫০টি এলইডি টেলিভিশন প্রদান করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন গতকাল সকালে কেন্দ্রীয় কারাগারে এইসব বিদ্যুৎ সামগ্রী কারাবন্দিদের হাতে তুলে দেন।  এই সময় উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এর জেলার নাছির আহমেদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেনসহ প্রমুখ। ২১শে জানুয়ারি সিটি মেয়র কারাগার পরিদর্শনকালে কারাবন্দিদের জন্য ব্যবহার্য সামগ্রী প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিটি মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন কারাগারকে বন্দিরা সংশোধনাগার হিসেবে মনে করতে পারেন। সংশোধনের মাধ্যমে পরবর্তীতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। সরকারও চায় কারাবন্দিরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এ জন্য সরকার তাদের জন্য সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। এই কারাগার শুধু শাস্তি জায়গা নয়, সংশোধনের জায়গাও। বর্তমান সরকার এই কারাগারকে সংশোধনাগার হিসেবে রূপান্তরে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মধ্যে যারা দীর্ঘদিনের জন্য বন্দি থাকবে, তাদের রোজগারের ব্যবস্থা, মানবিক জীবনযাপনের ব্যবস্থা। কারাগার থেকে বের হয়ে তারা পরিবাবের বোঝা না হয়ে কর্মক্ষম ও উপাজনক্ষম ব্যক্তি হিসেবে সমাজে পুনর্বাসিত হবে এটাই মেয়রের প্রত্যাশা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এর ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকার বিষয়ে মেয়র উদ্বেগ প্রকাশ করেন। এই প্রসঙ্গে মেয়র কারাবন্দিদেরকে জেল কোড যথাযথ অনুসরণ করার আহ্বান জানান।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status