বাংলারজমিন

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড নাসিরনগর

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৫ মে ২০১৯, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে কালবৈশাখীর তাণ্ডবে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও উপড়ে পড়েছে শতশত গাছপালা। সরজমিন সদর উপজেলার আনন্দপুর গ্রামের আলী আজম মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তার তিনটি ঘর ভেঙে চুরমার করে ফেলেছে। ঘরের চালা উড়িয়ে পার্শ্ববর্তী খালে ফেলেছে। এ ছাড়াও আক্কাস মিয়া ও রাসেল মিয়ার বসত ঘরটি ঝড়ে ভেঙে গেছে। আশুরাইল গিয়ে দেখা যায় বিধবা নারী পারুল বেগম তার ঘরের চালা খুঁজচ্ছেন।
গতকাল ঝড়ে তার একমাত্র ঘরটি উড়িয়ে নিয়ে গেছে। এই গ্রামে প্রায় ২০টি ঘর বিধ্বস্ত হয়েছে। অধিকাংশ ঘরের ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। নাসিরপুর গ্রামের ভানু আচার্য বলেন ১০ লাখ টাকা খরচ করে নতুন একটি পোলট্রি ফার্মের ঘর তৈরি করি কিন্তু গতকালের ঝড়ে উড়ে যায়।
সরকারি কোনো সহায়তা না পেলে আমি পথের ভিখারি হয়ে যাব। বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলার উপর দিয়ে প্রবলবেগে কালবৈশাখী বয়ে যাওয়ায় এ ক্ষয়ক্ষতি হয়। তবে উপজেলা প্রশাসন বলছে শুধু বসতঘর বিধ্বস্ত হয়েছে প্রায় ২ শতাধিক। সমগ্র উপজেলার প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব পেতে আরো ৭ দিন সময় লাগতে পারে। রোববার (১৩ই মে) সন্ধ্যা ও রাত সাড়ে ১২টা দুইদফা কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার কিছু কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ। উপজেলা সদরে বিকালে বৈদ্যুতিক সংযোগ দিলেও দু’মিনিট পর আবার বন্ধ হয়ে যায়। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির জানান, উপজেলার ক্ষয়ক্ষতির চিত্র এখনই বলা যাচ্ছে না। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা নেই। সরকারের কাছে আবেদন করব ত্রাণ সহায়তা দিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status