খেলা

‘আনপ্রেডিক্টেবল’ তকমা অপছন্দ পাকিস্তান কোচের

স্পোর্টস ডেস্ক

১৫ মে ২০১৯, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

পাকিস্তান ক্রিকেট দলের ‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা পুরনোই। দলটি কখন কেমন পারফরম করবে বা  কোন খেলোয়াড় কবে কী করে বসবেন, এটি সব সময়ই অননুমেয়। কিন্তু পাকিস্তানের বর্তমান কোচ মিকি আর্থারের এই ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পছন্দ নয়। তিনি এটির বদল চান। পাকিস্তান দলের অন্য কোচিং স্টাফরাও এই ‘খেতাব’ পছন্দ করেন না বলে জানিয়েছেন আর্থার। একদম হাতের মুঠোয় থাকা ম্যাচ অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়া, কিংবা কঠিন লক্ষ্য অনায়াসে পেরিয়ে জয় পাওয়া- ক্রিকেট বিশ্ব পাকিস্তান ক্রিকেট দলের এমন কাণ্ডের সঙ্গে পরিচিত। আর পাকিস্তান দলের প্রোটিয়া কোচ মিকি আর্থার বলেন, ‘আনপ্রেডিক্টেবল এমন একটা শব্দ, যেটাকে কোচিং স্টাফের সবাই ঘৃণা করি। আপনি বিশ্বকাপের জন্য বিভিন্ন লেখা পড়লেই বুঝতে পারবেন, সবাই বলছে পাকিস্তান বিশ্বকাপের সেরা চারটা দলের মধ্যে একটা হবে তাদের এই অননুমেয় বৈশিষ্ট্যের কারণে। আমার কাছে এর কোনো মূল্য নেই। আমরা যদি বিশ্বকাপের সেরা চার দলের মধ্যে একটা হই, তাহলে সেটা আমাদের পরিশ্রম, প্রতিভা ও অধ্যবসায়ের কারণেই হবো। অন্য কিছুর জন্য নয়।’ আর্থার বলেন, ‘আমরা পরিশ্রম করে যাচ্ছি। ঠিকভাবে অনুশীলন করছি। আমাদের রুটিন ঠিকমতো অনুসরণ করছি। আমি জানি, এভাবে এগোতে থাকলে এসব ‘আনপ্রেডিক্টেবল’ তকমা থাকবে না। আমরা জানি, নিজেদের দিনে যে কাউকে হারাতে পারি আমরা।’ বিশ্বকাপে পাকিস্তানকে উদ্বুদ্ধ করার জন্য পিসিবি একটা  স্লোগান বানিয়েছে, ‘আমরা পেরেছি, আমরা পারবো (উই হ্যাভ, উই উইল)’। আর  স্লোগানে মুগ্ধ আর্থার বলেন, ‘পিসিবি অসাধারণ একটা স্লোগান বানিয়েছে, আমরা পেরেছি, আমরা পারবো। আমরা আগে জিতেছি, সাফল্য দেখিয়েছি, বড় উপলক্ষে আমরা আগেও জ্বলে উঠেছি। আমরা আবারও সেটা করতে যাচ্ছি।’
বিশ্বকাপে পাকিস্তান একমাত্র শিরোপার স্বাদ নেয় ১৯৯২’র আসরে। সেবারও রাউন্ড রবিন লীগ ভিত্তিতে আসরের প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status