বাংলারজমিন

ডা. প্রিয়াংকার মৃত্যু

দায়ীদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ মে ২০১৯, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

 সিলেটের পার্কভিউ হাসপাতাল ও কলেজের প্রভাষক ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে মানববন্ধন হয়েছে। এ দুটি স্থানে কর্মসূচি চলার সময় সমাবেশে বক্তারা দাবি করেন- ডা. প্রিয়াংকাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার প্রক্রিয়া করা হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. অসুল আহমদ চৌধুরী বলেন- এই ঘটনা কোনো ভাবে মানা যায় না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ সময় প্রিয়াংকার সহপাঠী চিকিৎসকরা জানায়- প্রিয়াংকা সবার সঙ্গে মিলেমিশে চলতো। এমন ঘটনায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। মানববন্ধনে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেয়। এদিকে- জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. প্রিয়াংকা তালুকদারের অপমৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার দুপুর দেড়টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ কলেজ ও হাসপাতালের সকল স্তরের শিক্ষক-চিকিৎসকবৃন্দ।

গত রোববার সকালে নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ পল্লবী সি ব্লকের ২৫ নম্বর বাসা থেকে জালালাবাদ থানা পুলিশ ডা. প্রিয়াংকা তালুকদার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং মামলায় নির্যাতনে খুনের অভিযোগ আনা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status