বাংলারজমিন

বিড়ি শিল্প রক্ষার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৫ মে ২০১৯, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

সিগারেট ও বিড়ির বৈষম্যমূলক শুল্ক নীতি প্রত্যাহার ও বিড়ি শিল্প রক্ষার দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিড়ি ভোক্তারা। বিড়ি ভোক্তা পক্ষ ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যানারে গতকাল সোমবার দুপুর ১২টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিড়ি ভোক্তা অধিকার রক্ষা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি হরমুজ আলী বাদশা, সদস্য ইলিয়াছ হোসেন, মনিরুজ্জামান, নূর হোসেন, রুপেন দেব, সুমন মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বলেন, সিগারেট ও বিড়ির বৈষম্যমূলক শুল্ক নীতি প্রত্যাহার করে বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status