বাংলারজমিন

শ্রীমঙ্গল সনাকের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি

১৫ মে ২০১৯, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কার্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রারম্ভিক বক্তব্যে ও সনাকের শিক্ষাখাতের কর্মসূচির ব্যাখ্যা করেন সনাক সহ-সভাপতি জনাব দ্বীপেন্দ্র ভট্টাচার্য। এর পর বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপর গত মিটিং এর কার্যবিবরণী পঠন এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, এসএমসি’র কার্যকারিতা বৃদ্ধি (সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, দায়-দায়িত্ব বিষয়ক) ঝড়ে পড়া রোধে পদক্ষেপ ও শিক্ষার্থী বৃদ্ধি প্রসঙ্গঁ, শিক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি সংক্রান্ত  প্রসঙ্গঁ বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ সম্পর্কিত, জেন্ডার বান্ধব/জেন্ডার সম্পর্কিত ইস্যু প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সনাক সদস্য জহর তরফদার, শাহ আরিফ আলী নাসিম ও রহিমা বেগম স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ ও মো. আব্দুর রহমান, বরুনা ফয়জুর রহমান সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status