অনলাইন

সিরাজগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

১৪ মে ২০১৯, মঙ্গলবার, ১২:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের সঙ্গে মারমুখি আচরণ  ও হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদারসহ অন্তত ১১ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।  সোমবার রাতে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে।

কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান জানান, সোমবার চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছিল। আগতরা লাইনে দাড়িয়ে কার্ড গ্রহন করছিলেন। এ অবস্থায় বিকেল ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার সেখানে পৌছে অবৈধভাবে লাইনের বাইরের লোকজনকে আগে কার্ড প্রদানের জন্য কর্তব্যরত ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এ নিয়ে আগত ব্যক্তি ও ছাত্র নেতাদের মধ্যে তর্ক বিতর্ক ও বিশৃঙ্খলা শুরু হয়।

এ অবস্থায় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে ছাত্রনেতা আবু সায়েম তালুকদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশের উপর চড়াও হন। এসময় তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গালাগালি ও পোশাক ধরে টানাহেচড়া করেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সেখান পৌছলে ছাত্রনেতারা সটকে পড়েন।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ১০/১১ জনের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী চালিতাডাঙ্গা গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ জানান, ঘটনার সময় শুধু যে ছাত্রলীগ নেতা আবু সায়েম ভুল করেছে, তা নয়। পুলিশের অসদাচরণের কারনে গ্রামবাসীও তাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এ অবস্থায় ভুল বোঝাবুজির কারনে কিছু অনাঙÍাকিত ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে নিয়ে থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলেছি। আমরা তাদের আশ্বস্ত করেছি, ঘটনা যাই হোক উপযুক্ত বিচার দেয়া হবে।     

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের মোবাইলে ফোন করলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status