শেষের পাতা

ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বিএসএমএমইউ

স্টাফ রিপোর্টার

১৪ মে ২০১৯, মঙ্গলবার, ১০:২০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগ ও নিয়োগ কার্যক্রম বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। কয়েক ঘণ্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান ভিসির সঙ্গে আলোচনার ব্যাপারে আশ্বস্ত করলে তারা কর্মসূচি স্থগিত করেন।

গতকাল সকালে ২০০ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার ঘোষিত ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষার ফলাফল বাতিল ও ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন সুযোগ বঞ্চিত পরীক্ষার্থীরা। তারা ভিসি কার্যালয়  ঘেরাও এবং অবস্থান নিয়ে পরীক্ষা বাতিল ও ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান  দেন। আন্দোলনকারী চাকরি প্রত্যাশী চিকিৎসকদের দাবি, ভর্তি পরীক্ষার ফলাফলে নজিরবিহীন অনিয়ম হয়েছে। ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রণসহ তাদের স্বজনদের নিয়োগ দিতে পরীক্ষার ফলাফলে টেম্পারিং করা হয়।

গত ২০শে মার্চ অনুষ্ঠিত ২০০ ডাক্তার নিয়োগ পরীক্ষার ফলাফল গত রোববার প্রকাশিত হয়েছে। ১৮০ জন মেডিকেল অফিসার ও ২০ জন ডেন্টাল চিকিৎসক পদে ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৮ হাজার ৫৫৭ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ১ পদের জন্য ৪ জনকে পাস করানো হয়। এ হিসেবে ৭১৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে মোট ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে তাদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা  নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status