খেলা

নাটকীয় সমাপ্তি আইপিএলের

স্পোর্টস ডেস্ক

১৩ মে ২০১৯, সোমবার, ১০:০৮ পূর্বাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০১৯ আসরের ফাইনালে নাটকীয় জয় পেলো মুম্বই ইন্ডিয়ান্স। উত্তেজানাপূর্ণ ম্যাচে চেন্নাইকে শেষ বলে হারিয়ে দ্বাদশ আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। ৫বার ফাইনালে উঠে এটা রোহিতদের রেকর্ড চতুর্থ শিরোপা। অন্যদিকে ৮ বার ফাইনালে উঠলেও পঞ্চমবারের মতো রার্নাসআপ হলো চেন্নাই সুপার কিংস। এর আগে ২০১৩, ২০১৫, ২০১৭ সালে আইপিএলের শিরোপা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবং ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টির শিরোপাও ঘরে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে তিনবার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল ধোনির দল। তাতে একবারও জয়ের মুখ দেখেননি ধোনি। ২০১৩’র আসরে মুম্বইয়ের মুখোমুখি হয় ধোনির চেন্নাই। সেবার চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পরে ২০১৫’র আসরেও চেন্নাইকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে মুম্বই। ২০১৭ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে চেন্নাই নিষিদ্ধ থাকায় ভারতের ‘ক্যাপ্টেন কুল’ সেবার খেলেন রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে। সে আসরে ধোনি অধিনায়ক ছিলেন না। সেবারও ফাইনালে রোহিতের মুম্বইয়ের বিপক্ষে ১ রানে হার দেখে রাইজিং পুনে।
রোববার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। পোলার্ড ৩ চার ও ৩ ছক্কার সাহায্যে ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকে। চেন্নাইয়ে পক্ষে ৩ উইকেট শিকার দীপক চাহারের। ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও ইমরান তাহির। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে আটকে যায় চেন্নাই। সর্বোচ্চ ৮০ রান করেন শেন ওয়াটসন।  ডু প্লেসি করেন ২৬ রান।  বুমরাহ ১৪ রানে ২ উইকেট নেন। রাহুল চাহারের শিকার ১৪ রানে ১ উইকেট। এবারের আইপিএলে শেষ বলে নিষ্পত্তি হতে দেখা যায় ২০টি ম্যাচ।

এক নজরে এবারের আইপিএল
চ্যাম্পিয়ন : মুম্বই ইন্ডিয়ান্স
রানার্স আপ: চেন্নাই সুপার কিংস
ফাইনালের ম্যাচ সেরা: জসপ্রিত বুমরা (মুম্বই ইন্ডিয়ান্স)
টুর্নামেন্ট সেরা: আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)
সর্বাধিক রান: ৬৯২ রান, ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ)
সর্বাধিক উইকেট : ২৬ উইকেট, ইমরান তাহির  (চেন্নাই সুপার কিংস)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status