দেশ বিদেশ

খালেদা জিয়ার জামিনে মুক্তি দাবি করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা

স্টাফ রিপোর্টার

১৪ মে ২০১৯, মঙ্গলবার, ৯:৪৪ পূর্বাহ্ন

মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রণাঙ্গনের ১২৯জন মুক্তিযোদ্ধা এ দাবি জানিয়েছেন। তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি মামলায় সাজা দিয়ে একটি অন্ধকার, পরিত্যক্ত কারা প্রকোষ্ঠে প্রায় পনেরো মাস যাবৎ বন্দি করে রাখা হয়েছে। মামলাটি জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন না দিয়ে, তার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। গুরুতর অসুস্থ থাকার পরও তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, রাষ্ট্র নিষ্ঠুর আচরণ করছে। আমরা মানবিক কারণে দলমত নির্বিশেষ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মে. জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, কর্নেল (অব.) মনীষ দেওয়ান, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, মেজর (অব.) মুনিবুর রহমান, মেজর (অব.) মিজানুর রহমান, ইশতিয়াক আজীজ উলফাত, সাদেক আহমেদ খান, হাজী আবুল হোসেন, মিজানুর রহমান খান বীরপ্রতীক, আজিজুল হক লেবু কাজী, মোজাফফর হোসেন, মোকশেদ আলী মঙ্গোলিয়া, হাজী মনসুর আলী সরকার, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী আবদুল হালিম, আবদুর রাজ্জাক, চৌধুরী আবু তালেব, মো. কামাল উদ্দীন, নজরুল ইসলাম খোকা, সাজেদুর রহমান বাবলু, এইচআর সিদ্দিকী সাজু, শহীদ বাবলু, মনিরুল ইসলাম ইউসুফ, মো. মালেক খান, কাজী নাছির আহমেদ, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, কুতুব উদ্দীন, জোয়াদুর রসুল বাবু, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য, গত  ১লা এপ্রিল অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কেবিন ব্লকে বন্দি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status