ভারত

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক

কলকাতা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১১:৪৩ পূর্বাহ্ন

নির্বাচনের মধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক উসকে দেওয়া হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মনিয়ম স্বামী অভিযোগ করেছেন, রাহুল গান্ধী আদপে বৃটিশ নাগরিক। এ ব্যাপারে তিনি বিশদ তদন্তের দাবিও জানিয়েছেন। এরপরেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাহুল গান্ধীকে তার নাগরিকত্ব নিয়ে নোটিশ ধরানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।  রাহুলকে পাঠানো চিঠিতে তার নাগরিকত্ব নিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে ২০০৩ সালে নিবন্ধিত ব্যাকপস লিমিটেড নামের  একটি কোম্পানির ডিরেক্টর ও সেক্রেটারি হিসেবে আপনার নাম উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সেই কোম্পানির ২০০৫ ও ২০০৬ সালের বার্ষিক রিপোর্টে রাহুল গান্ধীর জন্ম তারিখ বলা হয়েছে ১৯ জুন, ১৯৭০ এবং সেখানে রাহুল নিজেকে বৃটিশ নাগরিক হিসেবে ঘোষণা দিয়েছেন। এমনকি ২০০৯ সালে কোম্পানি গুটিয়ে নেবার আবেদনেও রাহুল নাকি নিজেকে বৃটিশ নাগরিক বলেই উল্লেখ করেছেন। এই বিষয়টি মন্ত্রণালয়ের গোচরে আসার পরই এই চিঠি দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। এ ব্যাপারে রাহুলের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status