দেশ বিদেশ

শ্রীলঙ্কায় হতাহতের ঘটনায় বাংলাদেশ খ্রিষ্টান সম্প্রদায়ের সমবেদনা

স্টাফ রিপোর্টার

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:৫২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের দিনে গির্জাসহ বেশ কয়েকটি স্থানে নির্মম সন্ত্রাসী হামালার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান সম্প্রদায়। ইউনাইটেড ফোরাম অব চার্চেস বাংলাদেশের প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি ও সচিব রেভারেন্ড মার্থা দাস’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় সমবেদনা জানানো হয়। শান্তিরাজ যীশু খ্রিষ্টের অনুসারী হিসেবে বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে তাদের অবস্থান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বলা হয়, হত্যা ও সাম্প্রদায়িকতায় উস্কানি দেয় এমন বিষয়কে খ্রিষ্টান সম্প্রদায় কখনোই সমর্থন করে না। শ্রীলঙ্কার খ্রিষ্টবিশ্বাসী, জনসাধারণ এবং  বাংলাদেশও এমন নিমর্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের জন্য প্রার্থনা উৎসর্গ করা হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া, সকল ধর্মাবলম্বীরা শান্তির চর্চা করবে বলেও আশা প্রকাশ করা হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status