দেশ বিদেশ

নারায়ণগঞ্জে স্বামীর সম্পত্তি ফিরে পেতে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

বন্দরের নবীগঞ্জ এলাকার ফরিদা বেগম নামে এক বৃদ্ধা তাকে বাড়ি ছাড়া করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃতীয় ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তৃতীয় ছেলে সোহেলের বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, সোহেলকে সহযোগিতা করছে তার মেঝ ছেলে সাব্বির আহমেদ হিমেলের সাবেক স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী শারমিন আমির। আর নেপথ্যে কলকাঠি নাড়ছে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরিদা বেগম বলেন,  ১৩ বছর পূর্বে তার স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর চার ছেলে ও দুই মেয়েকে নিয়ে স্বামীর দোতলা বাড়িতেই বসবাস করছিলেন তিনি। কিন্তু গত দুই বছর পূর্বে তৃতীয় ছেলে তানভীর আহমেদ সোহেল প্রতারণার মাধ্যমে তাকে ও অন্যান্য ভাই-বোনদের বঞ্চিত করে বাবার পুরো সম্পত্তি লিখিয়ে নেন নিজের নামে। এখন বাড়ি ছেড়ে চলে যেতে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে তাকে এবং বঞ্চিত ভাই-বোনদের। পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করলেও কোন সহায়তা পাননি এবং মামলাও গ্রহণ করেননি বলে অভিযোগ ফরিদা বেগমের। সংবাদ সম্মেলনে ফরিদা বেগম আরো বলেন, তৃতীয় ছেলে তানভীর আহমেদ সোহেল ২০১২ সালে আমাকে এসে বলে যে তার ও আমার বড় ছেলে শফিউর রহমান ডেনটির (বর্তমানে জাপানে অবস্থানরত) সম্পতি আমার ও আমার অন্যান্য সন্তানদের নামে লিখে দিতে হবে। এ কথা বলে সকলের কাছ থেকে স্বাক্ষর নেয়। এমনকি ওই দলিলে কি লেখা আছে তা আমাদের বুঝতেও দেয়নি। এ ঘটনার প্রায় ২ বছর পরে জানতে পারি কাউন্সিলর দুলালের শেল্টারে সম্পত্তি আমাদের নামে না দিয়ে উল্টো প্রতারণার মাধ্যমে আমার বড় ছেলে শফিউর রহমান ডেনটির নামে লিখিয়ে নেয়। পরে আমার তৃতীয় ছেলে তানভীর আহমেদ সোহেলের নামে ওই সম্পত্তি লিখিয়ে  নেয়া হয়েছে। ফরিদা বেগম আরও বলেন, বাড়িতে প্রবেশ করতে দেয় না ছেলে সোহেল। ঢুকতে চাইলে আমার ছেলের স্ত্রী (সোহেলের) সায়মা আহমেদ আমাকে বলে তোর হাত পা কেটে দেব, আর এই ঘরে ঢুকতে গেলে হাত-পা কেটে গুম করে ফেলবো। বর্তমানে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েই সোহেলের ব্যবসায়িক পার্টনার কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ও শারমিন আমিরের সহযোগিতায় সম্পত্তি বিক্রি করতে শুরু করে। তাদের এরূপ কর্মকাণ্ড দেখে সম্পত্তি ফিরে পেতে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। আমি এখন বাঁচতে চাই। আমার স্বামীর সম্পত্তি ফিরে পেতে চাই। সেই সঙ্গে অবিলম্বে তাদের গ্রেপ্তারসহ আমার অন্যান্য  ছেলে-মেয়েদের সম্পত্তি ফেরত চাই। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর বড় মেয়ে মুন ইসলাম শাকিল, ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী মোস্তাফিজুর রহমান, ছেলে সাব্বির হিমেলের স্ত্রী রুমা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status