খেলা

খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

জার্মান কাপে টানা দ্বিতীয় ম্যাচে ঘাম ঝরিয়ে জয় দেখলো জায়ান্ট দল বায়ার্ন মিউনিখ। আসরে সর্বাধিক ১৮বার শিরোপা জয়ের রেকর্ড বায়ার্ন মিউনিখেরই। এবার রেকর্ড সমৃদ্ধ করার হাতছানি বাভারিয়ানদের। বুধবার আসরের সেমিফাইনালে ঘাম ঝরানো লড়াই শেষে ভারদার ব্রেমেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বায়ার্ন মিউনিখ। পরিষ্কার ২-০ ব্যবধানে এগিয়ে দুই গোল হজম করা বায়ার্ন জয়ের দেখা পায় শেষ মুহূর্তের পেনাল্টি থেকে। এবারের কোয়ার্টার ফাইনালে জার্মানির দ্বিতীয় সারির দল হাইডেনহাইমের বিপক্ষে ঘাম ঝরিয়ে  ৫-৪ গোলে জয় পেয়েছিল বার্য়ান। আর শালকা জিরো ফোরকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারদার ব্রেমেন। আসরের তৃতীয় রাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারের জয় পেয়েছিল ব্রেমেন। বুধবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৬তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোস্কি। টমাস মুলারের হেড পোস্টে লেগে ফেরার পর খুব কাছ থেকে বল জালে জড়ান এই পোলিশ ফরোয়ার্ড। ম্যাচের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। ডি-বক্সে বল পেয়ে ডান পয়ের শটে ব্রেমেনের জাল কাঁপান মুলার। দুই গোল হজমের পর ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল লীগের চার বারের চ্যাম্পিয়ন ব্রেমেন। ম্যাচে ৭৪ ও ৭৫তম মিনিটের দুই গোল করে সমতায় ফেরে ভারদার ব্রেমেন। গোল দুটি করেন জাপানিজ ফরোয়ার্ড ইউইয়া ওসাকো ও কসোভোর মিডিফিল্ডার মিলোট রাশিকা। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের ভেতরে কিংসলে কোম্যান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন লেভানদোস্কি। জার্মান কাপের শেষ দুই ম্যাচে চার গোল করলেন লেভানদোস্কি। শিরোপার লড়াইয়ে আগামী ২৫শে মে বার্লিনে লিপজিগের মুখোমুখি হবে বাভারিয়ানরা। গত আসরের ফাইনালে আইনট্রাখ্‌ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত ছিল বায়ার্ন মিউনিখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status