খেলা

ডার্বি জিতে পথ পরিষ্কার সিটির

ম্যানচেস্টার ইউনাইটেড ০-২ ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

শিরোপা নিষ্পত্তির ম্যাচ হিসেবে দেখা হচ্ছিল ম্যানচেস্টার ডার্বিকে। বুধবার ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বাধা ডিঙ্গালো সিটিজেনরা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার পথে আরো একধাপ এগুলো ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে ১ পয়েন্টে পিছনে ফেলে ফের প্রিমিয়ার লীগ তালিকার শীর্ষে চলে এলো পেপ গার্দিওলার দল। আর ম্যান সিটির নাম উঠলো গর্বের একাধিক রেকর্ডে। প্রিমিয়ার লীগে ওল্ড ট্রাফোর্ড মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সর্বাধিক সাত জয় পেল ম্যানচেস্টার সিটি। ম্যানইউর বিপক্ষে সিটির এটি টানা তৃতীয় জয়। আর ওল্ড ট্রাফোর্ড মাঠে ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় দেখলেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। এমন কৃতিত্ব রয়েছে আর কেবল আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ও লিভাপুলের সাবেক কোচ জেরার্ড হুলিয়ারের।
চলতি প্রিমিয়ার লীগে ৩৫ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৮৯ পয়েন্ট। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শিরোপার লড়াইয়ে ম্যানসিটি-লিভারপুল পাবে আরো তিনটি করে ম্যাচ।
বুধবার ম্যাচের ৫৪তম মিনিটে ম্যান সিটির তুর্কি বংশোদ্ভূত জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ানের পাস থেকে বল জালে জড়ান বারনার্দো সিলভা। চলতি প্রিমিয়ার লীগে এটি বারনার্দো সিলভার অষ্টম গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ার সেরা ১৪ গোল পেলেন এ পর্তুগিজ মিডফিল্ডার। ম্যানচেস্টার ডার্বিতে হার শেষে একাধিক মলিন রেকর্ডে নাম ওঠে রেডডেভিলদের। ১৯৭১ সালের পর প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে কোনো ক্লিন শিট রাখতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ ওলে গানার সোলশারের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের সাতটিতে হার দেখলো ম্যানইউ। দায়িত্ব নিয়ে শুরুর ১৭ ম্যাচে ১৪ জয়ের বিপরীতে মাত্র একটি হারের স্মৃতি ছিল কোচ সোলশারের।  
ম্যাচের ৫৯তম মিনিটে গোলের সুযোগ পান আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কিন্তু আগুয়েরোর দূরপাল্লার শট গোলপোস্টে লেগে বাইরে চলে যায়। দ্বিতীয় গোল পেতে বেশি সময় নেয়নি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৬তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের পাস থেকে বল পান লেরয় সান। বাঁ-পায়ের জোরালো শটে সিটিজেনদের স্কোরলাইন ২-০ করেন এ জার্মান উইংগার। চলতি মৌসুমে ১০ গোল পেলেন সানে। প্রিমিয়ার লীগের এবারের মৌসুমে ১০ বা অধিক গোল ও অ্যাসিস্ট করলেন রাহিম স্টার্লিং (১৭ গোল, ১০ অ্যাসিস্ট) ও লেরয় সান (১০ গোল, ১০ অ্যাসিস্ট)।
৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে শীর্ষে চারে টিকে থাকা কঠিন হয়ে গেলো রেড ডেভিলদের। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৬৬ পয়েন্ট। আর ৩৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে চারে নম্বরে চেলসি। ৭০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। আগামী রোববার প্রিমিয়ার লীগের গরম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
গোলের বিপরীত রেকর্ডে সিটি-ম্যানইউ
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৭ গোল পেল ম্যানচেস্টার সিটি। এতে সিটিজেনরা ভেঙে দিলো নিজেদেরই এক রেকর্ড। প্রিমিয়ার লীগের দলগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বাধিক ১৫৬ গোলের রেকর্ডটি ছিল ম্যান সিটিরই। ২০১৩-১৪ মৌসুমে এমন কীর্তি গড়ে চিলিয়ান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটি। অন্যদিকে চলতি প্রিমিয়ার লীগে ৩৫ ম্যাচে ৫০ গোল হজম করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ শীর্ষ ফুটবল লীগের এক মৌসুমে অল রেডদের এতো গোল হজমের নজির  নেই গত ৪০ বছরে। সবশেষ ১৯৭৮-৭৯ মৌসুমে ৬৩ গোল হজম করেছিল ম্যানইউ। ২২ দলের অংশগ্রহণে আয়োজিত সেই লীগে ৪২ ম্যাচ খেলেছিল তারা।
শিরোপা নির্ধারণী শেষ ৩ ম্যাচ
ম্যানচেস্টার সিটি
২৮শে এপ্রিল: বার্নলি (অ্যাওয়ে)
৬ই মে: লেষ্টার সিটি  (হোম)
১২ই মে: ব্রাইটন (অ্যাওয়ে)
লিভারপুল
২৬শে এপ্রিল: হাডার্সফিল্ড  (হোম)
৪ঠা মে: নিউক্যাসল (অ্যাওয়ে)
১২ই মে: উলভারহ্যাম্পটন (হোম)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status