খেলা

পর্দা উঠলো জাতীয় কাবাডির

স্পোর্টস রিপোর্টার

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

জাতীয় পুরুষ কাবাডির চারটি অঞ্চলের খেলা গতকাল শুরু হয়েছে। পটুয়াখালীতে ধানসিঁড়ি অঞ্চলের খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এই অঞ্চলের খেলায় মাদারীপুর ৩০-১৩ পয়েন্টে পিরোজপুরকে, বাগেরহাট ২০-১৩ পয়েন্টে ঝালকাঠিকে, ভোলা ৩৫-৩৩ পয়েন্টে পটুয়াখালীকে, বরিশাল জেলা ৩১-০৬ পয়েন্টে বরগুনাকে ও মাদারীপুর ২৭-৭ পয়েন্টে বরগুনাকে হারায়। যশোরে পুলিশ সুপার মাইনুল হকের উদ্বোধনে রূপসা অঞ্চলের খেলায় কুষ্টিয়া ৩১-২১ পয়েন্টে ঝিনাইদহকে ও যশোর ৩৫-১০ পয়েন্টে মেহেরপুরকে হারায়। নোয়াখালীতে কর্ণফুলি অঞ্চলের খেলায় বান্দরবান ৩০-২৪ পয়েন্টে চট্টগ্রামকে এবং কক্সবাজার ৩৯-৩৬ পয়েন্টে  লক্ষ্মীপুরকে হারায়। গোপালগঞ্জে ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী এমদাদুল হকের উদ্বোধনের পর অনুষ্ঠিত মধুমতি অঞ্চলের খেলায় মুন্সীগঞ্জ ৫০-২৩ পয়েন্টে ফরিদপুরকে, ঢাকা ৫৭-২৩ পয়েন্টে রাজবাড়ীকে, গোপালগঞ্জ ৪০-১৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে এবং শরীয়তপুর ৪৩-৩৮ পয়েন্টে মাগুরাকে হারায়।
জাতীয় ক্যারম শুরু
স্পোর্টস রিপোর্টার: ‘খেলাধুলা এমন একটা বিষয় যা তরুণদের জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখে’- গতকাল জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপের উদ্বোধনকালে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ক্যারম তরুণ, প্রবীণ সকলের খেলা। নারী-পুরুষ সকলেই খেলতে পারে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ক্রীড়া ভূমিকা পালন করে।’ আড়াইশ’ খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে ওয়ালটন ল্যাপটপ জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিওন উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় ও একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের ঘোষণা দেন ক্যারম ফেডারেশনের সভাপতি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status