এক্সক্লুসিভ

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৮:১২ পূর্বাহ্ন

নতুন গেজেটভুক্ত ২৭১টি কলেজে অবিলম্বে সরকারি বেতন কার্যকরের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ‘‘এক কথা এক দাবি- বেতন দিবো সরকারি’’ এই স্লোগানে গতকাল দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ডে প্রায় আধ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে গেজেটভুক্ত সাভার সরকারি কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানাস্ট্যান্ডে জড়ো হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত নতুন গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বেতন চালু করা হয়নি। নামে সরকারিকরণ বলা হলেও বেসরকারি হিসেবেই শিক্ষার্থীদেরকে বেতন ও পরীক্ষার ফিসহ সকল প্রকার ব্যয় পরিশোধ করতে হচ্ছে। ছাত্রছাত্রীরা সরকারি প্রতিষ্ঠান জেনে সাভার কলেজে ভর্তি হলেও সরকারি কোনো সুযোগ- সুবিধা পাচ্ছে না। তাই নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজে দ্রুততম সময়ের মধ্যে সরকারি বেতন কার্যকরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নাহার বলেন, নতুন গেজেটভুক্ত হওয়া কলেজগুলোতে সকল সরকারি সুযোগ-সুবিধা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যদিয়েই কলেজ-গুলোতে সরকারি বেতনসহ যাবতীয় বিষয়সমূহ বাস্তবায়ন হবে। ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সাভার থানাস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কিছুক্ষণের জন্য সড়কটির দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status