বিশ্বজমিন

শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

মানবজমিন ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৪ পূর্বাহ্ন

সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। রোববার দেশটির কয়েকটি চার্চ ও অভিজাত হোটেলে সিরিজ জঙ্গি হামলার ঘটনায় ৩৬০ জন নিহত হয়। এ হামলার জন্য দায়ী করা হচ্ছে দেশটির গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে। এ খবর দিয়েছে বিজনেস টাইমস।

হেমাসিরি ইতিমধ্যে তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নিকট জমা দিয়েছেন। ওই কর্মকর্তা জানান যে প্রেসিডেন্টকে হেমাসিরি লিখেছেন, এ হামলায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগ করছি যাতে এ পদে প্রেসিডেন্ট নতুন কাউকে নিয়োগ দিতে পারেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status