খেলা

পোলার্ডকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১১:২৫ পূর্বাহ্ন

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপকে সামনে রেখে সর্বশেষ দেশে হিসেবে ১৫ সদস্যের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পোলার্ডকে ছাড়াই ইংল্যান্ডের বিমানে চড়বে ওয়েস্ট ইন্ডিজ দল। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। গত বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেবল একটিই ওয়ানডে খেলেছেন এই মারকুটে ব্যাটসম্যান। সবশেষ ইংল্যান্ড সিরিজে ডাক পেলেও ইনজুরির কারণে খেলা হয়নি রাসেলের। বর্তমানে কলকাতার হয়ে আইপিএলে ব্যাট হাতে হড়হামেশাই ঝড় তুলছেন এই ক্যারিবীয়ান। তবে দলে জায়গা হয়নি কাইরন পোলার্ড ও মারলন স্যামুয়েলসের। বাদ পরেছেন বল হাতে ফ্রাঞ্চাইজি লীগগুলোতে ঘুর্ণি ভেলকি দেখানো সুনিল নারাইন। দলে ডাক পেয়েছেন গতিতারকা শ্যানন গ্যাব্রিয়েল এবং ওপেনার এভিন লুইস। আগামী ৩০শে মে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। এর একদিন পরই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রাথওয়েট, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান এলেন ও শ্যানন গ্যাব্রিয়েল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status