দেশ বিদেশ

হল অব ফেইম এ অভিষিক্ত বিমান বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর নাম ‘মিরপুর হল অব ফেইম’ এ অন্তর্ভুক্তি অনুষ্ঠান গতকাল সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ডিএসসিএসসি, মিরপুর হতে ‘পিএসসি’ ডিগ্রী অর্জনকারী কর্মকর্তা বিশ্বের যে কোন দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করলে উল্লেখিত অনুষ্ঠানের মাধ্যমে তাকে কলেজের ‘হল অব ফেইম’এ অভিষিক্ত করা হয়। বিমান বাহিনী প্রধান ডিএসসিএসসি’র ১৯৯৫-৯৬ সালে অনুষ্ঠিত ১৬তম এয়ার স্টাফ কোর্সের একজন সম্মানিত গ্রাজুয়েট। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণের মধ্যে এ পর্যন্ত ৭ জন সেনাপ্রধান, ৪ জন নৌপ্রধান ও ৩ জন বিমান বাহিনী প্রধানকে এ অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিএসসিএসসি হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়েছে। এছাড়াও বিদেশী ছাত্র কর্মকর্তাদের মধ্যে শ্রীলংকান সেনাবাহিনীর ২ জন কমান্ডারকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে গত ৩১শে মার্চ মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ হল অফ ফেইম এ অন্তর্ভুক্ত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status