এক্সক্লুসিভ

দুর্বিষহ নির্যাতনের বিচার চাই

স্টাফ রিপোর্টার

২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে নির্যাতনের ন্যায় বিচার চাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। বলেছেন, অনেক দিন ভেবেছি এর প্রতিকার পাবো। সে কারণে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হইনি। কিন্তু এখন আর পারছি না। তাই মমতাময়ী প্রধানমন্ত্রীর কাছে আমার ওপর করা অমানুষিক নির্যাতনের বিচার চাই। বিবাহিত জীবনে তার ওপর যে নির্যাতন হয় তা তুলে ধরতে গতকাল এই সংগীতশিল্পী রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় মিলার বাবা-মা ও বোনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক স্বামী ও তার পরিবারের করা নির্যাতনের কথা তুলে ধরে মিলা বলেন, বিয়ের প্রথম রাত থেকেই সানজারির সঙ্গে আমার মনোমালিন্য শুরু হয়। আমাকে সে জানায় বিয়ে করা তার জন্য ভুল ছিল। অথচ একটা সময় আমার জন্য সব করতে সে রাজি ছিল। বারো বছরের প্রেমের সম্পর্ককে বিয়েতে রুপ দেবার পর থেকেই তার মধ্যে আমি পরিবর্তণ দেখতে পাই।

আমাকে প্রায় সময় বাসা থেকে বের করে দিতো। আমার স্বামীর কথায় আমার শাশুড়ি আমাকে বাথরুম থেকে দরজা ভেঙে বিনা কাপড়ে টেনে বের করে আমার দেবর ও তার স্ত্রী এবং তার স্ত্রীর বাবা মায়ের সামনে এক ঘণ্টা গালিগালাজ করেছেন। আমার বাবা ভাইবারের ভিডিও কলের মাধ্যমে পুরো ঘটনা দেখেন। এক পর্যায়ে আমি হাতজোড় করে ভিক্ষা চাই এই বলে, আম্মু আমাকে মেয়ে বলে নিয়ে আসছিলেন। আমার গায়ে কাপড় নাই, দয়া করে আমাকে ঘরের দরজা বন্ধ করে যা বলার বলেন। কিন্তু এই অপমান করেন না। উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে  বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিলা ইসলাম। বিয়ের পর গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি । জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্ধ-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলাও করেন তিনি। সবশেষে, সংসার জীবনের ইতি টানেন পপ গানের এই শিল্পী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status