দেশ বিদেশ

বিমানের দিল্লি ফ্লাইট চালু হচ্ছে ১৩ই মে

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৯:৪৭ পূর্বাহ্ন

প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট। আগামী ১৩ ই মে থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম, বৃহস্পতি ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে বিকাল তিনটায় ফ্লাইটটি ছেড়ে দিল্লীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় সময় বিকাল পাঁচটা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লীর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত নয়টা ২০ মিনিটে। ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রির্টান টিকেট ০১ মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার এবং এক বছর মেয়াদি টিকেটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ প্রতিক্ষিত এই ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমান ব্যবস্থাপনা এই রুটের টিকেটের উপর ১৫ শতাংশ উদ্বোধনী ছাড় ঘোষনা করছে। আগামী ৩০ মে’র মধ্যে যারা টিকেট কিনবেন তারা এই ছাড়ের সুযোগ নিতে পারবেন। ঢাকা থেকে অপারেটকৃত দেশি-বিদেশি সকল এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় পুনরায় দিল্লি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়। দিল্লি ফ্লাইটটি চালু হলে বিমানের আয় অনেকাংশ বেড়ে যাবে। এর আগে ২০১৪ সালের ২৩ আগস্ট ঢাকা-দিল্লি ফ্লাইট বন্ধ হয়ে যায়। ওই সময় ফ্লাইট পরিচালনায় লোকসানের কথা বলা হয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status