খেলা

টানা ৫ শূন্যতে টার্নারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ইনিংসে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি টার্নার। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) সোমবার রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ক্যাপিটাসলের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন টার্নার। ওই ম্যাচে দিল্লির বিপক্ষে ৬ উইকেটে হারে রাজস্থান রয়্যালস। এ নিয়ে আইপিএলে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মারলেন টার্নার। আইপিএলের বাকি দুই ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষেও শূন্য রানে আউট হন তিনি। এর আগে বিগ ব্যাশে পার্থ স্কোর্চার্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। পরে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আর সব মিলিয়ে মোট পাঁচ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন টার্নার। আইপিএলে এর আগেও টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- গৌতম গম্ভীর (কলকাতা, ২০১৪), শার্দুল ঠাকুর ( রাইজিং পুনে, ২০১৭), অশোক দিন্দা (কলকাতা, ২০০৮-১১), রাহুল শর্মা (পুনে ওয়ারিয়ার্স, ২০১২-১৩) এবং পবন নেগি (আরসিবি, ২০১৮-১৯)। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ডাক মারা পাঁচজন খেলোয়াড় হলেন- চন্দ্রশেখর গনপাতি, শেন শিলিংফোর্ড, টিম সাউদি, ম্যাথু হোগার্ড এবং লাসিথ মালিঙ্গা।  
চলতি বছর মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টার্নারের। অ্যাশলি টার্নার নিজেকে চেনান সিরিজের চতুর্থ ওয়ানডেতে। সিরিজ বাঁচাতে ম্যাচটা জিততেই হতো অস্ট্রেলিয়াকে। ভারতের ৩৫৮ রান তাড়া করতে গিয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন টার্নার। ম্যাচ ছিনিয়ে আনেন ভারতের হাত থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status